No Internet Connection !

বরিশাল বিভাগ

প্রশ্ন: বরিশাল বিভাগ ঘোষণা করা হয় কত সালে? প্রশ্ন ১ জানুয়ারি, ১৯৯৩।
প্রশ্ন: বরিশাল বাংলাদেশের কততম বিভাগ? উঃ৫ম।
প্রশ্ন: বরিশাল বিভাগের সীমারেখা কী?
উঃ বরিশাল বিভাগের সীমারেখা:
✅ উত্তর: ঢাকা বিভাগ এবং পদ্মা নদী।
✅ দক্ষিণ: বঙ্গোপসাগর।
✅ পূর্ব: চট্টগ্রাম বিভাগ এবং মেঘনা নদী।
✅ পশ্চিম: খুলনা বিভাগ এবং বঙ্গোপসাগর।

প্রশ্নঃ বরিশাল বিভাগের জেলা কতটি এবং জেলাগুলোর নাম কী?
উঃ ৬টি। বরিশাল বিভাগের জেলাসমূহ:
✅ বরিশাল
✅ ঝালকাঠি
✅ পিরোজপুর
✅ পটুয়াখালী
✅ বরগুনা
✅ ভোলা

প্রশ্ন: বরিশাল বিভাগের বৃহত্তম জেলার নাম কী? উঃ ভোলা (আয়তন ৩,৪০৩ বর্গ কিমি)।
প্রশ্ন: বরিশাল বিভাগের ক্ষুদ্রতম জেলার নাম কী? উঃ ঝালকাঠি (আয়তন ৭৫৮ বর্গ কিমি)।
প্রশ্নঃ বরিশাল বিভাগের উপজেলার সংখ্যা কতটি?
উঃ ৪২টি। বরিশাল বিভাগের জেলা অনুযায়ী উপজেলার সংখ্যা:
✅ বরিশাল জেলা: ১০টি উপজেলা
✅ পটুয়াখালী জেলা: ৮টি উপজেলা
✅ পিরোজপুর জেলা: ৭টি উপজেলা
✅ ভোলা জেলা: ৭টি উপজেলা
✅ ঝালকাঠি জেলা: ৪টি উপজেলা
✅ বরগুনা জেলা: ৬টি উপজেলা

প্রশ্ন: বরিশাল বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? উঃ ১টি।
প্রশ্ন: বরিশাল বিভাগের আয়তন কত? উঃ ১৩,২৯৭ বর্গ কিলোমিটার।
তথ্যসূত্র: barishaldiv.gov.bd
top
Back
Home
Gsearch